পীরগঞ্জে মসজিদের জমির বোরোধান উপড়ে ফেলার অভিযোগ
মোস্তফা কামাল, পীরগঞ্জ রংপুর থেকে:
রংপুরের পীরগঞ্জে বড় আলমপুর ইউনিয়নে প্রতিপক্ষের দায়েরকৃত মামলার নোটিশ পাবার পর ক্ষিপ্ত হয়ে ৫০ শতক জমির চারাধান গাছ উপড়ে ফেলেছে দুস্কৃতিকারীরা। গতকাল মঙ্গলবার পীরগঞ্জ থানায় এ ব্যাপারে অভিযোগ করা হলে এসআই আতিক ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ছোট রসুলপুর জামে মসজিদ কমিটির সভাপতি কামরুজ্জামান এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ্য করা হয়, রংপুর আদালতে দায়েরকৃত মামলা নং-সি ৬৬/২১ এর নোটিশ পাবার পর গত ১৭ মার্চ ছোট রসুলপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র মিজানুর রহমান, আব্দুল খালেক, মিজানুর রহমানের পুত্র সোহাগ মিয়া, মিজানুর রহমার স্ত্রী মোছাঃ শাহারা বানু, মৃত কিয়াম উদ্দিনের পুত্র আব্দুল জলিল, মোনয়ার হোসেন, আব্দুল জলিলের পুত্র এরশাদসহ বেশ কয়েকজন সংঘবদ্ধভাবে গত ২০ মার্চ উক্ত মৌজার জেএল নং-৮২, খতিয়ান নং-১০ এর ১ একর ৯ শতক জমির মধ্যে মসজিদের নামীয় ৩০ শতাংশ জমির বোরোধান গাছ উপড়ে ফেলে। এর আগেও তারা গত ১০ মার্চ মসজিদের পৃথক ৫০ শতাংশ জমিতে রোপানকৃত বোরোধান উপড়ে ফেলেছে। পীরগঞ্জ থানার এসআই আতিক ঘটনা¯’ল পরিদর্শন করে বলেছেন- চারাধান উপড়ে ফেলার ঘটনা সত্য, কারা কেটেছে তা তা তদন্ত করে বের করা হবে।